Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাভারে অবনী নীটওয়্যার ফ্যাশনে অগ্নিকান্ড
বিস্তারিত
সাভারের হেমায়েতপুরে অবনি নীটওয়্যার লি. ফ্যাশন নামে একটি কারখানার সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ঢাকা কার্যালয়ে কর্মরত সৈয়দ নাহিদ হাসান, শ্রম পরিদর্শক (সাধারণ) এবং মো. এহসান জামিল শ্রম পরিদর্শক (সাধারণ) কারখানাটিতে আগুন লাগার ঘটনা শোনার সাথে সাথে ঘটনা স্থলে রওনা দেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। কারখানাটির ফিনিশিং গুডস গুদামে জুম্মার নামাজের সময় আনুমানিক ১ঃ৫০ এর দিকে আগুন ধরে এবং ৩ঃ২০ এ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। কারখানা হতে আগামি দুই দিন পরে রপ্তানীর জন্য রাখা তৈরী পোষাকে মূলতঃ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. মোদাব্বির হোসেন জানান "গোডাউনে ইলেকট্রিসিটির কোন লাইন ছিলো না। বাইরের ব্যাংকের বুথ অথবা পাশে থাকা মসজিদের অংশের দিক হতে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করেন।তদন্ত সাপেক্ষে সঠিক কারণ জানা যাবে।আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।কোন শ্রমিকের নিহত বা আহত হয় নি।তবে ক্ষয় -ক্ষতির পরিমান নির্নয়ের পর জানানো যাবে"। কারখানাটি আজ সাপ্তাহিক বন্ধ ছিলো।কারখানাতে দূর্ঘটনায় কোন শ্রমিক নিহত বা আহত হয় নি। কারখানায় অগ্নি নির্বাপক যন্ত্র, হোজরিল সঠিকভাবে প্রয়োগ করায় এবং ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। এখন কারখানার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কারখানা কর্তৃপক্ষ তাদের ক্ষতির পরিমান যাচাই এবং পাশের গোডাউনে রক্ষা পাওয়া কত শতাংশ রপ্তানীর পর্যায়ে রয়েছে তা নির্ণয় করার চেষ্টা করছেন।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
17/10/2019
আর্কাইভ তারিখ
31/12/2019