Details
অদ্য ২২ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ তারিখে উপ মহাপরিদর্শকের কার্যালয় ঢাকায় অংশীজনের অংশগ্রহণে " বাংলাদেশ শ্রম আইন,২০০৬ বাস্তবায়ন " প্রসংগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র দপ্তরের উপ মহাপরিদর্শক জনাব আহমেদ বেলাল। অংশীজন হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ এবং সদস্যগণ। সভাপতি মহোদয় হোটেল রেস্তোরাঁয় বাংলাদেশ শ্রম আইনের পূর্ণ বাস্তবায়ন, কর্মক্ষেত্রে সকল প্রকার নিরাপত্তা বিধান করা, শিশু শ্রমিক নিয়োগ সংক্রান্ত বিষয়ক আইনের বিধানাবলী প্রতিপালন সহ শ্রমিকদের বেতন- ভাতা,ওভারটাইম ভাতা, ছুটি প্রদান সহ অন্যান্য বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ আইন বাস্তবায়নে অত্র দপ্তরের সহযোগিতা কামনা করেন এবং সভাপতি মহোদয় আইন বাস্তবায়নে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। উক্ত সভায় শ্রম পরিদর্শক সাধারণ জনাব নঈমুল আজিজ এবং জনাব আবুল কালাম আজাদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।