Title
May day card distribution
Details
জরুরী :
মহান মে দিবস ২০১৯ এর অতিথিদের দাওয়াত কার্ড বিতরনের জন্য ঢাকা জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন :
১. জনাব আল হেলাল
২. জনাব এস এম সাইফুল ইসলাম
৩. জনাব নাফিজ হারুন অমি
৪. জনাব ফরহাদ আলী( যেহেতু প্রশিক্ষণ এর জন্য কোরিয়াতে অবস্থান করছেন তাই জনাব ইকবাল হোসেন চৌধুরী কে ডিআইজি স্যার দায়িত্ব প্রদান করেছেন)
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ আগামী ২৩/০৪/১৯ তারিখ বেলা ১০.৩০ ঘটিকায় শ্রম অধিদপ্তরের সম্মেলনে কক্ষে উপস্থিত থেকে দাওয়াত কার্ড সংগ্রহ করবেন এবং ২৫/০৪/১৯ তারিখের মধ্যে কার্ড বিতরণ নিশ্চিত। করে রিসিভ কপি বিভাগীয় শ্রম দপ্তর , ঢাকার সহকারী পরিচালক জনাব মোঃ সাজ্জাদ হোসেন খান (১-২৮) এবং শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাহবুব আলম (২৯-৪৪) নিকট জমা দিবেন।