Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Shanila Fashion ltd
Details
দ্রুততম সময়ের মধ্যেই শ্রম অসন্তোষ নিরসনঃ- উপ মহাপরিদর্শকের কার্যালয়, ঢাকা এর টিম-০২ এর আওতাধীন ভাটারা থানাধীন এলাকার শানিলা ফ্যাশন লিঃ কারখানাটি গাজীপুরের কাশিমপুর (৪০ কিঃ মিঃ দুরত্বের মধ্যে) স্থানান্তর জনিত কারণে অদ্য বিকালে সৃষ্ট শ্রম অসন্তোষ নিরসনে উপ মহাপরিদর্শক মহোদয়ের নর্দেশে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। স্বল্পতম সময়ের মধ্যেই মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, শ্রমিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে সমঝোতা বৈঠকের ব্যবস্থা করা হয় এবং উক্ত অসন্তোষের শান্তিপূর্ণ সমাধান করা হয়। উক্ত বৈঠকে বিজিএমইএ কর্তৃপক্ষকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। ধন্যবাদ ভারপ্রাপ্ত কর্মকর্তা-বাড্ডা থানা, সহকারী পুলিশ কমিশনার জনাব আমজাদ হোসেনকে, স্থানীয় কাউন্সিলর জনাব শফিকুল ইসলাম বাসেক ভাইকে এবং শ্রমিক নেতৃবৃন্দ সহ সকল শ্রমিক ভাই বোনদের। উপস্থিত সকলেই শ্রম অসন্তোষ নিরসনে অত্র দপ্তরের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট শ্রম পরিদর্শকগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Images
Attachments
Publish Date
30/09/2019
Archieve Date
31/12/2020