Title
Using lima Apps during inspection
Details
ঢাকা জেলা কার্যালয়ের সকল শ্রম পরিদর্শককে জানানো যাচ্ছে যে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী মাস থেকে lima.dife.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে অগ্রিম পরিদর্শনসূচি জমা দিয়ে অনুমোদন করে LIMA Apps এর মাধমে পরিদর্শন করতে হবে। ইহা সকলের অবগতি ও পরবর্তী ব্যবস্থা গ্রহনের নিমিত্ত জানানো হলো।