Title
Meeting of NI assessed factories owners
Details
আগামী ০৯/১০/২০১৯ খ্রি. তারিখ,বুধবার, সকাল ১০:৩০ টায় অত্র অধিদপ্তরের প্রধান কার্যালয়, শ্রম ভবন, ১৯৬, শহীদ নজল ইসলাম সরণী,বিজয়নগর, ঢাকা-এর সভাকক্ষে (৪থ তলায়) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কে এম আলী আজম মহোদয়ের সভাপতিত্বে এক মতিবিনময় সভার আয়োজন করা হেয়েছ। উক্ত সভায় বিজিএমইএ এর সভাপতি জনাব রুবানা হক উপস্থিত থাকবেন মর্মে সম্মতি জ্ঞাপন করেছেন।