Title
Rights of tennery workers
Details
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ট্যানারি শিল্পের শ্রমিকদের অধিকার বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজ করার জন্য শ্রম পরিদর্শকদের নির্দেশ দেন।
রোববার (১৩ অক্টোবর) সাভার হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্প নগরীতে ট্যানারি ওয়ারকারস ইউনিয়নের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শ্রম প্রতিমন্ত্রী শ্রমিকদের উন্নয়নের হাতিয়ার উল্লেখ করে বলেন মালিক-শ্রমিক মিলে কাজ করে পাট, চা, চামড়া শিল্পকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, যদি কোন শ্রমিককে ছাঁটাই করতেই হয় সেক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী সকল পাওনাদি পরিশোধ করতে হবে। শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকার আন্তরিক উল্লেখ করে তিনি শ্রমিকদের নিয়োগ ও পরিচয়পত্রসহ শ্রম আইনের গুরুত্বপূর্ণ ধারাগুলো বাস্তবায়নে মালিকদের প্রতি আহ্বান জানান।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, কোন পোশাক কারখানার মালিকরা যদি বিনা কারণে শ্রমিক ছাঁটাই করে ও বেতন না দিয়ে শ্রমিকদের পোশাক কারখানা থেকে বের করে দেয় তা হলে সেই সব পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। এই সরকারের সময় শ্রমিকদের ২২শ’ টাকা থেকে আট হাজার টাকা বেতন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করার পরে দেশ বিরোধীরা মাথা চারা দিয়ে উঠেছিলো। তাদের দমন করা হয়েছে। বর্তমানে দেশে দুর্নীতি বিরোধী অভিযান চলছে। দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলেও মন্তব্য করেন তিনি।
শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম বলেন, ট্যানারির দূষণে ধলেশ্বরী নদী শেষ। বিসিক চামড়া শিল্প নগরী হবে পরিবেশবান্ধব। অবকাঠামো নির্মিত হয়েছে, কিন্তু যেটি সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটি সম্পন্ন হয়নি। তিনি বলেন, এ ব্যর্থতার দায় নিয়ে প্রকল্প পরিচালকের পদত্যাগ করা উচিত। তিনি চামড়া শিল্প নগরীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বেসিক ব্যাংককের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে অনতিবিলম্বে গ্রেফতারের আহ্বান জানান। তিনি অভিযোগ করে বলেন, দুর্নীতি দমন কমিশন লোক দেখানো প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দুদকের চেয়ারম্যানের উদ্দেশে বলেন, কারো দ্বারা প্রভাবিত হয়ে থাকলে আপনি শপথ ভঙ্গ করেছেন। আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারলে দুদক চেয়ারম্যান ইস্তাফা দেয়ার অনুরোধ করেন।
ফজলে নুর তাপস বলেন, বিশ্বে মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে সুশাসন প্রয়োজন। প্রধানমন্ত্রী সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। সকল বাধা অতিক্রম করে দুর্নীতি বিরোধী এ অভিযান সফল হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
ট্যানারি ওয়ারকারস ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বক্তৃতা করেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ এর সভাপতি শুক্কুর মাহমুদ, বাংলাদেশ লেদার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুস সালাম খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা.ওয়াজেদুল ইসলাম খান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্ময়ক কামরুল আহসান, বাংলাদেশ ফিনিশড লেদার এর চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান মো. শাহিন আহমেদ।
সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে গ্রেপ্তার না করায় দুদুকের চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এসময় তিনি ঋণ কেলেঙ্কারির ঘটনায় আব্দুল হাই বাচ্চুকে গ্রেপ্তারের দাবি জানান।